top of page
Writer's pictureShrutiManjari

Proud moment for ShrutiManjari

“Shrutimanjari #Academy for creating excellence” is an organization that focuses on teaching not only Bengali poetry recitation but also personal development, soft skills, preventability, grooming, and more. It is a recitation forum that teaches people of all ages "to Think". As Ritwik Ghatak said, “Think, think, practice thinking.”


Therefore, our boys and girls are different from many others from a very young age. Such inspiration again fills our hearts with pride. Our student Saujatyo has secured the 2nd position by writing a #story at the #international level. The story of “Saujatya” will be published in Story Cart 4 and #sharjahinternationalbookfair. Can you imagine what a moment of pride this is for us? Before this, Saujatyo made us proud by participating in recitation competitions at the district level conducted by #sarbabharatiyasangeetosahityaparishad and secured his prestigious position. Now, he has taken his skill to the international level.


Let them all move forward under the guidance of the Founder, Director, Mentor - Manjari Ray


Fly high Saujatyo. God Bless !



শ্রুতিমঞ্জরী - এক্সেলেন্স তৈরী করার অ্যাকাডেমি। শুধু বাংলা কবিতা আবৃত্তি শেখানই নয়, ছোটোদের পার্সোনাল ডেভেলপমেন্ট, সফট স্কিলিং, প্রেসেন্টেবিলিটি, গ্রুমিং এসবগুলর দিকেই লক্ষ্য রাখা হয় এবং শেখানো হয়। একটি আবৃত্তি চর্চা সংস্থা যেটা ছোটো বড় সকলকে ভাবতে শেখায় । ঋত্বিক ঘটকের কথায় "ভাব ভাব, ভাবাটা প্র্যাক্টিস করো"। তাই আমাদের ছেলে মেয়েরা খুব ছোটো বয়স থেকেই অনেকের থেকেই আলাদা।


সেরকম ই নিদর্শন আবার আমাদের দিল সৌজাত্য। ইন্টারন্যাশনাল লেভেল এ গল্প লিখে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সৌজাত্যর গল্প স্টোরি কার্ট ৪, শারজা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এ প্রকাশ পাবে। ভাবতে পারছেন কী চূড়ান্ত গর্বের মুহুর্ত এটা আমাদের জন্য? এর আগে আবৃত্তি প্রতিযোগিতায় পরিষদের জেলা ভিত্তিক অংশগ্রহণেও ও নিজের জায়গা করে নিয়ে আমাদের গর্বিত করেছে। এবার সরাসরি আন্তর্জাতিক স্তরে।


কর্ণধার মঞ্জরী রায়ের গাইডেন্সে এরা সকলে এগিয়ে চলুক, আরও বড় হোক।



Comentarios


bottom of page