আজ পুরো বিশ্ব অতিমারীর প্রকোপে বিপর্যস্ত। আগের মত কোন কিছুতে এগিয়ে যাওয়া বর্তমানে খুবই দুষ্কর ।এরই মধ্যে সংস্কৃতিমনা মানুষের কাছে শ্রুতিমঞ্জরী এক নতুন আলোর দিশা খুলে দিয়েছেন। অনলাইনের মাধ্যমে পৌঁছে গেছেন দূর থেকে দূরান্তরে - বিশ্বের প্রতিটি কোনায় ; বাংলা ভাষা চর্চা কে আরও মসৃণ করে তুলছেন। আবাল-বৃদ্ধ-বনিতা আজ শ্রুতিমঞ্জরীর প্রাণকেন্দ্রে নিজেদেরকে তুলে ধরতে পারছে। অনবদ্য তালিম, উপস্থাপনার মাধ্যমে তাঁরা পৌঁছে গেছেন প্রতিটি শিক্ষার্থীর মনের কোঠায় । আমি নিজেও একজন শিক্ষার্থী ; প্রতিটি স্তর অনুভব করি হৃদয় দিয়ে।
top of page
+91 9167255744, 9167796554
bottom of page
Comments