top of page

রবি পক্ষে কবি প্রণাম


ঘর সামলেও শ্রুতিমঞ্জরী। দেশ সামলে শ্রুতিমঞ্জরী, রোগী সামলে, মেয়ের স্কুলের পড়া সামলে, কলেজের স্টুডেন্ট সামলে – সর্বোপরি, মন ভালো লাগানোর প্ল্যাটফর্ম এই শ্রুতিমঞ্জরী। রোজ নামচার জীবন থেকে গুটিয়ে রাখা পাখা দুটিকে মেলে ধ'রে – সাবলীল টানে, ভালবাসায় জড়িয়ে রাখে শ্রুতিমঞ্জরী। আর সেই বিহঙ্গদের নিয়েই আমাদের কবি প্রণাম – "হে মহাজীবন" । আজ প্রথম পর্ব। সকলকে উৎসাহিত করতে, সাহস দিতে বন্ধুদের পাশে চাই।

সকলের আমন্ত্রণ রইল এ কদিন সন্ধ্যেবেলায় শ্রুতিমঞ্জরীর ফেস বুক ও ইউ টিউব পেজে রাত ৮ টা (ভারতীয় সময়) থেকে শুরু হবে পর্ব ভিত্তিক লাইভ অনুষ্ঠান "হে মহাজীবন" চলবে আগামী রবিবার পর্যন্ত। আজকের পর্ব "ওরে বিহঙ্গ"।

コメント


bottom of page